Bogura
School Code: 132124
এতদ্দ্বারা অত্র কলেজের 2022-2023 শিক্ষাবর্ষের এইচ,এস,সি-2024 এর সকল বিভাগের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগমাী 23-03-25 থেকে 24-03-25 পর্যন্ত এইচএসসি-24 এর ব্যবহারিক পরীক্ষার ফি অফিস কক্ষ- নং- 101 থেকে সকল 11 ঘটিকার সময় হতে প্রদান করা হবে। উক্ত ফেরত যোগ্য টাকা নিতে এ্যাডমিট,রেজিস্টেশন কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। সকল বিভাগের শিক্ষার্থীদের উক্ত সময়ের মধ্যে টাকা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।